একটা বৈজ্ঞানিক কাহিনী

বৈজ্ঞানিক কল্পকাহিনী (নভেম্বর ২০১২)

শিশির সিক্ত পল্লব
  • ৩২
  • ১৫০
একটা বৈজ্ঞানিক কাহিনী
না না এটা কল্প নয়, এটা এক সত্য কাহিনী
যে সত্যের পিছনে লুকিয়ে আছে সভ্যরূপী বাবুদের দাঁত কেলানো হাসি
আর আমার মত অসভ্যদের হৃদয় ভাঙা লজ্জা।
কোন বিশেষ আনন্দদায়ক কাহিনী নয় এটা
নয় কোন বিশেষ কল্পনায় হারিয়ে যাবার এডভ্যান্সার কাহিনী
এটা এমন এক বৈজ্ঞানিক কাহিনী
যে কাহিনীর জোরে থমকে আছে আজ জাতির বিবেক।
সেই যে আমাদের ছেলেটা
ঝিনাইদহের ছোট্ট গ্রামের লাজুক ছেলেটা
আজ স্বপ্নাদি,
কত সহজেই একটা পুরুষ হয়ে গেল কোন উপভোগ্য নারী।
সবই যেন বিজ্ঞানের দয়া
যে দয়া কেড়ে নিয়েছে তার অহংকার, তার পুরুষত্ব
ছিড়ে ফেলেছে তার লিঙ্গ, কেটে ফেলেছে তার অন্ডকোষ
সমতল বুকের উপর জ্ঞানের মই টেনে বানিয়েছে উচু পাহাড়।
আর আমাদের ছেলেটা
হয়েছে ওদের জলসা ঘরের রাত জাগা কোন বেশ্যা
বাবুদের দেহের নিচে পিষে পিষে হয়েছে বড় ক্লান্ত
সভ্যতার আলোক থেকে বিচ্ছিন্ন কোন এক নিষ্পেষিত মানুষ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ঐশী অন্যরকম কল্পনার আবেশ ছড়ানো কবিতা !
নিভৃতে স্বপ্নচারী (পিটল) বিজ্ঞানের অপব্যবহার কতটা বিপদজনক হতে...তার বাস্তব অভিজ্ঞতা।
সূর্য সুন্দর করেই একটা সত্যকে কবিতায় ধারণ করেছ পল্লব। কল্প না হোক বিজ্ঞানের অপপ্রয়োগ নিয়ে দারুন লিখেছ। পুরো কবিতার সাথে "বেশ্যা" শব্দটা কিন্তু যায় না ওটা বদলে বারবনিতা/বারনারী দিলে ভাল হয় বোধ হয়।
জাফর পাঠাণ ছেলে থেকে মেয়ে হরমনগত রূপান্তর অতঃপর ছুরি কাচির ফিনিসিং ! বাকি কর্মগুলি বাবুদের ।ন্যাচারাল মন্দ লোকদের ন্যাচার বা কালচার বা হ্যাবিট।কবিতায় বাস্তব বিজ্ঞানের ছোঁয়া আছে কিন্তু কল্প অবর্তমান।তবুও কবিতার মূল চেতনাটি ভালো লেগেছে।মোবারকবাদ কবিকে।
জয়নাল হাজারী হ্যা তাই হচ্ছে ।
আজিম হোসেন আকাশ ভাল লাগল। আমার লেথা বিজ্ঞানের চেতনা কবিতাটি ভাল লাগলে ভোট প্রদান করুন ও পছন্দের তালিকায় নিন, অন্যথায় নয়।
সুমন বিজ্ঞানের অপব্যবহার সত্যিই ভাববার মতো বিষয়। কয়টা বছর আগেও এমন লিঙ্গান্তর! ভাবা যেত না। তখনকার আলোকে এটা সাইফাই কবিতাই হয়েছে। সুন্দর লিখেছেন।
Azaha Sultan বাস্তব.......এটা চিকিৎসাবিজ্ঞানে অপপ্রয়োগ.......পল্লব, ভাল লেখেছ--
হাসান মসফিক ভালো লাগলো। শুভেচ্ছা।

০৩ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ১৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "সংসার”
কবিতার বিষয় "সংসার”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৫